• ঢাকা
  • শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , দুপুর ০২:২০
  • ১ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের ই-পেপার/প্রিন্ট ভিউ

ইরানের ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তাদের তারা ইসফাহান পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, মধ্য ইরানি শহরের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কর্মশালায় আঘাত হেনেছে ইসরায়েল। এটি গত ১৩ জুনের পর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তৃতীয় পারমাণবিক স্থাপনা।

গ্রোসি আরও বলেন, এই স্থাপনাটিতে কোনও পারমাণবিক উপাদান ছিল না। তাই এর ওপর আক্রমণের ফলে কোনও তেজস্ক্রিয়তা ছড়াবে না।

এর আগে, গতকাল শুক্রবার গ্রোসি বলেছিলেন, পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর কাছে এমন কোনও তথ্য নেই, যা প্রমাণ করে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।


বাংলাদেশ

বাংলাদেশ

আর্ন্তজাতিক

যুদ্ধ

ইরান

ইসরাইল

আরও পড়ুন