ই-পেপার/প্রিন্ট ভিউ
ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, তাছলিমা আক্তার পারভীন গত অনুমান ০৭ বছর পূর্বে পাশ্ববর্তী নুরুল ইসলাম এর নিকট হইতে জমি ক্রয় করে। ক্রয় সূত্রে ভোগ দখল করছেন তাসলিমা পারভিন । হঠাৎ করে আনোয়ার হোসেন উক্ত জমি দাবী করিয়া আমাকে হুমকি ধামকি দেয়াসহ আমার নিকট ২,০০,০০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করিতেছে। তাসলিমা পারভিন আরো জানান, আমি তাহাদের চাঁদা দিবনা বলিয়া জানাইলে আমাকে হুমকি ধামকি দিতে থাকে।
গত ১৬ নভেম্বর সকাল অনুমান ৮ ঘটিকার সময় আমার বসত বাড়ির সামনে উঠানে আনোয়ার হোসেন ও গিয়াস উদ্দিন লাঠি সোঠা নিয়ে আসিয়া আমি ও আমার ছেলে দেখিতে পাইয়া পূর্বে চাহিত ২,০০,০০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা আমাদের দিতে বলে। আমি ও আমার ছেলে চাঁদা দিতে অপরাগত্য প্রকাশ করিলে আনোয়ার গংরা আমাদের উপর অর্তকিতভাবে আমি ও আমার ছেলে খুনের উদ্দেশ্যে শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে তাহার হাতে থাকা শক্ত গাছের কাঠ দিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটাইয়া আমার ডান হাতের গিড়া ও কব্জি ভাঙ্গীয়া হাড়ভাঙ্গা জখম করে। পরে আমাদের ডাক চিৎকারে শুণে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে আনোয়ার গংরা উক্ত বিষয় নিয়ে আমাদের বাড়াবাড়ি করিতে নিষেধ করিয়া খুন জখমের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমি ও আমার ছেলের শরীরের অবস্থা গুরুতর হইলে আশে পাশের লোকজন আমাদের দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।