ই-পেপার/প্রিন্ট ভিউ
ক্যাটাগরি পদ্ধতি বাতিলসহ জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের সড়কে যান চলাচল।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর শিশুমেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এখন পর্যন্ত যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়াও অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হয়।