ই-পেপার/প্রিন্ট ভিউ
পিলখানা হত্যাকাণ্ড কোনো সেনাসদস্য করেনি, এই ঘটনার সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআরের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বাইরের শক্তি, রাজনৈতিক শক্তি জড়িত কি না, তা খুঁজে বের করে আনার আহ্বান জানিয়েছেন তিনি।
ঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। এই ঘটনার সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই।
তিনি আরও বলেন, আজকে একটি বেদনাবিধুর দিবস। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে ৫৭ জন চৌকস সেনাকে আমরা হারিয়েছি। আসার সময় ছবিগুলো দেখছিলাম, কিন্তু এই ছবিগুলোর চাক্ষুষ সাক্ষী এই আমি। এই বিচারের প্রক্রিয়াকে নষ্ট করবেন না।
সেনাপ্রধান বলেন, যেসব সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন কি না, বাইরের কোনো শক্তি যুক্ত ছিল কি না, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। তিনি এসব বের করবেন এবং আপনাদের জানাবেন। এটাকে যারা ভিন্ন খাতে প্রভাবিত করছেন তা কখনও মঙ্গল বয়ে আনবে না।
তিনি বলেন, বটম লাইম হচ্ছে আমাদের যেসব চৌকস সেনাসদস্য প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা এই বিষয়টা নিয়ে ভিন্নমত পোষণ করছি কেউ কেউ। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ব্যত্যয় থেকে থাকে তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে-বাঁয়ে দৌড়ে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, কিছু কিছু সদস্যের দাবি তারা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শাস্তি পেয়েছেন, অনেকে বলছেন তারা অযাচিত শাস্তি পেয়েছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটা জন্য কোনো ছাড় হবে না।
সেনাপ্রধান বলেন, বিন্দুমাত্র ছাড় নেই, ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। এই দেশের সব কিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী টিকে আছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।