• ঢাকা
  • সোমবার , ১০ নভেম্বর ২০২৫ , রাত ০১:২৮
  • ২৫ কার্তিক, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

১৮ জুলাই নতুন দিবস ঘোষণা

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ই-পেপার/প্রিন্ট ভিউ

২০২৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দিবসটি ঘোষণা করা হয়।

সোমবার রাতে এ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, আগামীকাল জুলাই স্মরণে ক্যালেন্ডার প্রকাশ করবে সরকার।

জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাত্মক সাহসী প্রতিরোধের দিন। ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে।

এর আগে, জুলাই অভ্যুত্থান স্মরণে তিন দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ব্যাপক সমালোচনার মুখে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পথ থেকে সরে আসে সরকার।


বাংলাদেশ

জাতীয়

রাজনীতি

সারাবাংলা

আরও পড়ুন