• ঢাকা
  • শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , বিকাল ০৩:৩৪
  • ১ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

মতপার্থক্য থাকবে, আলোচনা করে এগিয়ে যাব: তারেক রহমান

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
মতপার্থক্য থাকবে, আলোচনা করে এগিয়ে যাব: তারেক রহমান ই-পেপার/প্রিন্ট ভিউ

দেশে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে। গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক। তবে আমরা বসব, আলোচনা করব এবং এগিয়ে যাব।

আজ বৃহস্পতিবার পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি। নেতাকর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

তিনি বলেন, কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। মানুষের অর্থনৈতিক স্বাধীনতাও প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত ১৫ বছর জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে আমরা দেখেছি, দেশের বিচার ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা– সব ধ্বংস হয়ে গেছে। সমাজে বিভিন্ন অধঃপতন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি-দাওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে চাই। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করব। বিগত ১৫ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের বহু নেতাকর্মী গুম-খুন হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

কর্মশালায় পঞ্চগড় অংশে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু; ঠাকুরগাঁওয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন এবং দিনাজপুর অংশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণশিক্ষা সম্পাদক অধ্যাপক মোরশেদ হাসান, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ প্রশিক্ষণ দেন ও বক্তৃতা করেন।


বাংলাদেশ

জাতীয়

রাজনীতি

আরও পড়ুন