• ঢাকা
  • বুধবার , ১২ নভেম্বর ২০২৫ , রাত ০৮:০৭
  • ২৮ কার্তিক, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগা সেতু বাস্তবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
বগা সেতু বাস্তবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মো সোহেল তালুকদার পটুয়াখালী : দুমকি-বাউফল-দশমিনা-গলাচিপা চার উপজেলার সংযোগ “বগাতে” লোহালিয়া নদীর উপর সেতু বাস্তবায়নের দাবীতে অদ্য  সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক মানবন্ধন কর্ম সূচী পালিত হয়। পরিষদের আহবায়ক 


এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং মু. মারুফ আল মুজাহিদের  সঞ্চালনায় বক্তব্য রাখেন বাউফল ফাউন্ডেশন ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিন) বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, শহীদ জিয়া 


গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, বগা সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুমান, দশমিনা উপজেলার এড. মুনিরুজ্জামান, গলাচিপা উপজেলার মুফতি মোঃ সাইফুর রহমান সাইদি, বগার সামসুল হক সন্নামত, মোঃ জাকির হুসাইন, মনিরুল ইসলাম, মোঃ খলিল মৃধা, বাউফল ইউনিয়নের বিএনপির সভাপতি জি এম জুবায়ের


, আদাবাড়িয়া ইউনিয়নের রফিকুল ইসলাম লিমন, কবির হোসেন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান ইন্দুকুলের ডাঃ মোঃ সেলিম,  কালাইয়ার আঃ হালিম, মশিউর রহমান, বাউফল ফাউন্ডেশনের ইউনুচ চৌকিদার, এড. মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দুমকি-বাউফল-দশমিনা-গলাচিপা চার উপজেলার সংযোগ স্থল বগাতে লোহালিয়া নদীর উপর সেতু বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে ।




বাংলাদেশ

সারাবাংলা

পটুয়াখালী

আরও পড়ুন