• ঢাকা
  • সোমবার , ১০ নভেম্বর ২০২৫ , রাত ০১:০৯
  • ২৫ কার্তিক, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গুলশান বনানী সর্বস্তরের মানুষকে অভিনন্দন ঈদের শুভেচ্ছা আ.ফ.ম. আব্দুল আলিম নকী

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
গুলশান বনানী সর্বস্তরের  মানুষকে অভিনন্দন  ঈদের শুভেচ্ছা  আ.ফ.ম. আব্দুল আলিম নকী ই-পেপার/প্রিন্ট ভিউ

হাবিব সরকার (স্বাধীন) 

বনানী ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নকি সর্বস্তরের  মানুষকে ঈদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন  সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।  তাই আসুন আমরা কোরবানির এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে বুকে ঠাই দেই। ও রাজপথ যারা শ্রম মেধা দিয়ে সংগঠনের পাশে রয়েছে তাদেরকে মূল্যায়ন করি। দুর্দিনের কর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছে   আ.ফ.ম. আব্দুল আলিম নকী।রাজনৈতিক জীবন ছাড়া ও তিনি সুন্দর গান ও কবিতা ছন্দ লেখতে ভালবাসেন। তথ্যসূত্র পাওয়া খবর রাজনৈতিক জীবনে দলের স্বার্থে, দেশের স্বার্থে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সইতে হয়েছে। তিনি কর্মীর মনের ভাষা পড়তে  পারেন।রাজনৈতিক জীবনে তিনি সর্বদা সজাগ থাকেন।তিনি বলেন  বিএনপির নির্দেশ দেশে কোনো নৈরাজ্য, লুটপাট, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও চাঁদাবাজি করা যাবে না। আমি আমার কর্মীদেরকে সর্বদাই বুঝিয়ে রাখতে চেষ্টা করি এবং আমি সক্ষম হইছি।  

 দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কর্মকাণ্ডে করা যাবে না। নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলিম নকি।বিএনপি অনেক বড় দল। বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপির নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না।

 ১৬ বছর পর স্বাধীনতা আবার ফিরে পাইছি। স্বৈরশাসকরা হাসিনার কারণে বিনা  অপরাধে বারবার আমাকে কারাবন্দি থাকতে হয়েছে।দেশ রক্ষা পেয়েছে এখন তাই আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়াই আমাদের বিএনপির  লক্ষ্য ও অঙ্গীকার।


বাংলাদেশ

রাজনীতি

সারাবাংলা

আরও পড়ুন