• ঢাকা
  • সোমবার , ১০ নভেম্বর ২০২৫ , রাত ০১:৩০
  • ২৫ কার্তিক, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আওয়ামী লীগ নেত্রী রেশমির ছত্রছায়ায় দখল বাণিজ্য সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর থানার বড়বাবু!!!

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
আওয়ামী লীগ নেত্রী রেশমির ছত্রছায়ায় দখল বাণিজ্য সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর থানার  বড়বাবু!!! ই-পেপার/প্রিন্ট ভিউ

বনানী ১৯ নং ওয়ার্ড কড়াইল টিনটি স্যাটেলাইট এলাকায় জাতীয় শ্রমিক লীগের বনানী থানা সহ-সভাপতিও যুব মহিলা লীগের নেত্রী রেশমা ওরফে বিতর্কিত আলোচিত রেশমি এখন বিএনপি নেতাও প্রশাসনের ছত্রছায়ায়!! অভিযোগ উঠেছে কথিত নেত্রী  নেতা কর্মীদের ছত্রছায়ায় দখল বাণিজ্যে পূর্বের চেয়ে বেপরোয়া  স্থানীয়দের অভিযোগ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার কয়েকটি বড়ি ও ফুটপাতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে নতুন কয়েকটি গ্রুপ। নতুন দখলদার এই গ্রুপগুলো নিজেদের বিএনপি-সংশ্লিষ্ট হিসেবে পরিচয় দেয়। পূর্বে আওয়ামী লীগ পদ পদবী থাকলেও দখল বানিজ্য টিকিয়ে রাখতে এখন বিএনপির সাইনবোর্ড লাগিয়েছে। আওয়ামী লীগের যেসব জায়গা নিয়ন্ত্রণ করতেন সেসব জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা সক্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে আছে বেশ কিছু বস্তি, দোকানপাট, আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ক্লাব ও অফিস ।তবে বিএনপি ও সরকারের হুঁশিয়ারির পর কিছু জায়গা থেকে দখলদাররা পিছু হটেছে। অনেক জায়গাতেই চাঁদাবাজদের প্রতিরোধে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে সক্রিয় হতে দেখা


গেছে। বস্তি নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলোর জন্য


বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা, এখান থেকেই অর্থের বিনিময়ে মিছিল ও সমাবেশে লোক ভাড়া। করে আনা হয়।


আওয়ামী লীগের একটি সিন্ডিকেট বস্তিতে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এই সিন্ডিকেটে জড়িত। আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে ছিল এমন পাঁচটি বস্ত্রি ঘুরে দেখেছে আমাদের প্রতিবেদক। এসব বস্তির ঘর ও দোকানপাটের দখল নিতে নতুন গ্রুপগুলো তৎপর।


ঢাকার বনানীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় বস্তি কড়াইলে গিয়ে দেখা যায়, বস্তির কয়েকশ ঘর ও দোকানপাট এর মধ্যেই নতুন দখলদারেরা নিয়ন্ত্রণে নিয়েছে, যা এর আগে আওয়ামী লীগপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়রা জানায়, বিএনপি নামধারী তারা বস্তির কিছু ঘর ও দোকানপাট ভাঙচুর করে লুটপাট চালিয়েছে।ওই এলাকার পাইকারি ব্যবসায়ী কড়াইল বস্তির বৌবাজার ইউনিট আওয়ামী লীগের এক নেতা জানান, বস্তিতে তার একটি দোকান আছে।


'শুনেছি আমার দোকানের তালা ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি। চাঁদাবাজদের ঠেকাতে আমি রাজনীতিতে এসেছিলাম। এখন ভয় পাচ্ছি যেকোনো সময় আমার দোকান লুট হয়ে যাবে', আত্মগোপনে থেকে এসব কথা বলছিলেন তিনি।


বৌবাজার ইউনিট আওয়ামী লীগের আরেক ব্যবসায়ী বলেন, বিএনপি সমর্থকরা তাকে বস্তি ছাড়ার হুমকি দিচ্ছে। সরকার পতনের পর থেকে তিনিও আত্মগোপনে আছেন।


তিনি বলেন, 'কিছুদিন আগেই ১৬ লাখ টাকা ধার নিয়ে বস্তিতে ১০টি ঘর তুলেছি আমি। প্রায় ১০ বছর হলো আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর পরও ওরা আমাকে সপরিবারে বস্তি থেকে চলে যেতে হুমকি দিচ্ছে।'


বস্তির এক বাসিন্দা জানান বস্তিতে যেসব ঘর, দোকান ও অফিস আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে ছিল, সেগুলোই নতুন গ্রুপগুলো দখলে নিচ্ছে।এদের মধ্যে অন্যতম ভয়ংকর নারী রেশমি ওরফ রেশমা বাহিনী। রেশমির বিরুদ্ধে বনানী থানা যুবদল নেতা লিটনকে হত্যার অভিযোগে  পাওয়া যায়।মামলা হলেও রহস্যময় কারনে মামলা থেমে যায়। পরবর্তীতে ওই মামলা থমকে যায়। তার রহস্যময় কারণ জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে...


বাংলাদেশ

রাজনীতি

সারাবাংলা

আওয়ামী লীগ

আরও পড়ুন