ই-পেপার/প্রিন্ট ভিউ
বনানী প্রতিনিধি ;মাহবুব সরদার
রাজধানী গুলশান বনানী অতীতের মতোই 'ভবিষ্যতেও মাঠ পর্যায়ে- দায়িত্বশীল ভূমিকা রাখবেন অঙ্গীকাবদ্ধ -আব্দুল্লাহ মামুন।তথ্যসূত্রে জানা যায় আব্দুল্লাহ আল মামুন- সাবেক ছাত্র নেতা ছিলো। রাজনীতির মাঠে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসাবে চিনে সবায়।১৯নং ওয়ার্ড (গুলশান, বনানী থানা), ঢাকা মহানগর উত্তর। (মামুন) ছাত্র জীবন থেকেই শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আসছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জরিত এবং কলেজ ছাত্র সংসদেরও নেতা হিসেবে, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উক্ত গুলশান, বনানী থানার বিএনপির বিভিন্ন নেতা কর্মী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের সাথে কথা হয়। তাদের বক্তব্য- (মামুন) বৃহত্তর গুলশান থানা বৌ বাজার ইউনিট বিএনপি'র সাধারণ সম্পাদক ছিলেন। ধারাবাহিকভাবে ১৯নং ওয়ার্ড এর পর পর তারেক রহমানের নির্দেশনায়
দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলেন-। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগের বিরুদ্ধে ২০১৮ জাতীয় নির্বাচনে রাতের ভোটের বিরুদ্ধে- তিনি '' মাঠ পর্যায়ে নেতা কর্মীদের সাথে নিয়ে বিরোধীতা করায়, তাকে কে স্বৈরাচার হাসিনা সরকার (রাজনৈতিক উদ্দেশ্যে) পর পর ২২ টি মিথ্যা মামলার আসামী করে স্বৈরাচার হাসিনার লাটিয়াল বাহিনী, অদ্ভুত অথচ উক্ত ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ১টি মামলাও তখন হয়নি।যা সন্দেহ জনক। এবং তিনি পরবর্তীতে ২০২২ সনে বিএনপির কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটে ১৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। যা ধারাবাহিক চলমান। সৈরাচার কর্তৃক অমানবিকভাবে- ২৯টি মিথ্যা মামলা, ৪টি মামলায় (অন্যায়ভাবে) সাজা প্রাপ্ত, ৬ বার কারাবরণ'সহ ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ ও বিভিন্ন রকম নির্যাতন-নিপীরনের শিকার হয়েও উক্ত ১৯নং ওয়ার্ডে- তথা (গুলশান-বনানী) এলাকায়- দলীয় নেতা কর্মীদের মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে, আর্থিক সহযোগীতা সহ অসহায় নির্যাতীতদের পরিবারের লোকজনকেও, (সাধ্যমতো) বিভিন্ন রকম সহযোগীতা করেছেন, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তিনি বিগত বহু বছর যাবত'ই বিএনপির ঊর্ধ্বতন নেত্রীবৃন্দের নির্দেশে, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে-সৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে, বিএনপির সকল মিটিং মিছিলে, জনসচেতনতা মূলক কার্যক্রমে- দায়িত্বশীলভাবে মাঠে ছিলেন এবং আছেন। শিক্ষানুরাগি, জন দরদি, পরিচ্ছন্ন রাজনীতিবীদ মামুন- ২০০৪ সনে অসহায়, এতিম, মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে (স্থানীয়ভাবে) এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এলাকাবাসী বলেন।যার মধ্য থেকে ইতি মধ্যেই- অসংখ্য হাফেজ শিক্ষার্থী পাস করে বের হয়েছে এবং অনেক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তিনি সবার (মামুন) অত্যন্ত মানবিক, সাংগঠনিক এবং জন দরদি ব্যক্তি হিসেবে স্থানীয় ভাবে-অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং অবশ্যই আমরা আশা করছি- দেশ নায়ক
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে- মামুন ভাইয়ের মতো ত্যাগি, সাংগঠনিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, জনদরদী ব্যক্তি- বিএনপি সংগঠন ও দলের জন্য- অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন।" সরেজমিন পরিদর্শনে জানা যায় যে- বিশেষভাবে- ১৯নং ওয়ার্ড (ডিএনসিসি) কড়াইল এলাকায়- অসংখ্য নাগরিকের বসবাস এবং স্থানীয় নাগরিকবৃন্দ পুরোপুরি নাগরিক সেবা পেতে- সমাজ সেবক, জন দরদী, শিক্ষানুরাগী, জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল্লাহ মামুন'কে- আগামীতে ১৯নং ওয়ার্ডে বিএনপির সভাপতি ও কাউন্সিলর/জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়- বলেও জানা যায়। এই প্রতিনিধির সঙ্গে কথা বলে তিনি () বলেন- "শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া'র আদর্শ বুকে ধারণ করে- আমি, ছাত্র জীবন থেকেই বেচে আছি।দায়িত্বশীলভাবে সাংগঠনিক ভাবে এবং জন ও দেশের কল্যানে কাজ করতে চেষ্টা করছি। এবং দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে- বিএনপি'র ত্যাগী নেতা, কর্মীরা অতীতের মতোই ভবিষ্যতেও- মাঠ পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন, বলে- প্রতিজ্ঞা করেন। সবশেষে, আপোষ-হীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণরূপে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।