:
শিরোনাম

ওটিটিতে মুক্তি পেল কুসুম সিকদার অভিনীত ও পরিচালিত সিনেমা ‘শরবের জবা’

top-news
https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

গেল ১১ অক্টোবর বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘শরতের জবা’। এই সিনেমা দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন কুসুম। অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সবই সামলেছেন কুসুম সিকদার নিজেই।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। সিনেমায় দেখা গেছে, একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়িয়ে যায় জবার জীবন। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমনই থ্রিলার গল্পে এগিয়েছে সিনেমা।সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *