খিলক্ষেত ইডেন পার্ক নির্মাণে অত্যন্ত আনন্দিত খিলক্ষেতের সাধারণ জনজন
- Mohammad Sohel Rana
- 14 Dec, 2024
রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খিলক্ষেত। এত জনবহুল একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে নেই কোন খেলার মাঠ,বিনোদনের ব্যবস্থা,পার্ক অথবা ব্যস্ত শহরে একটু হাঁটার জন্য কোন নির্ধারিত স্থান। বাসা থেকে বের হলে রাস্তায় মানুষের ভিড় এবং রিকশা ও গাড়ি, সিএনজি, অটো সহ নানান সমস্যা। সন্ধ্যার পর যানজট যেন একটি ভূতের বাড়ি পরিস্থিত। মানুষ স্কুল এর ছাত্রছাত্রী চলাফেরা করতে জীবন যায় যায় অবস্থা এমন চিত্র অহরহ। জনস্বার্থে জনগণ কথা বিবেচনা করে বিনোদনের চাহিদা মেটাতে
বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দদের উদ্যোগে সুন্দর একটি পরিবেশে
খিলক্ষেত ইডেন পার্ক নির্মাণাধীন কার্যক্রম চলমান রেখেছে। সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখলেন প্রতিবেদক নিজেই।চারদিকে জ্বলছে আলো, মানুষ মাঠে বিনোদন নিতে ছোটাছুটি অহরহ বৃদ্ধ চাকরিজীবী দিনমজুর শুধু বিনোদনের আশায়।ইতিপূর্বে মাঠে সকাল সন্ধ্যা খেলাধুলা চলমান রয়েছে।খিলক্ষেত বিএনপি ঐক্যবদ্ধ, সাথে সাধারণ আমজনতা মাঠ নির্মাণে একমত প্রকাশ করেন।ইতিপূর্বে ফেসবুক পত্রপত্রিকা যোগাযোগের মাধ্যম দেখা যায়। পার্ক পেয়ে ছাত্র-ছাত্রী তরুণ তরুণী সবাই আনন্দিত। বিস্তারিত আরো জানতে কথা হয়। খিলক্ষেত ওয়েলফেয়ার সোসাইটি এর কমিটি সভাপতি হাজী শাহিনুর আলম
সহ সভাপতি সোহরাব খান স্বপন,
সাধারণ সম্পাদক হাজী এস এম ফজলুল হক।সহ সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান।যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবু,কোষাধ্যক্ষ মশিউর রহমান
সদস্য, সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার হোসেন।সহ সাংগঠনিক সম্পাদক শওকত উল ইসলাম সৈকত।
বেলায়েত হোসেন, চঞ্চল সরকার,
মজনু দর্জি,আরিফ দেওয়ান,শহিদুল ইসলাম খোকন। সহ মাঠ নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করেছেন যারা সকলের একটি উদ্দেশ্য জনস্বার্থে মানুষ বিনোদন উপভোগ করবে। সেখানে থাকবে ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের জন্য একটু মুক্ত বাতাসে হাঁটাচলা করা সুব্যবস্থা। মানব জীবনে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা অত্যন্ত জরুরী। মোবাইল আর কম্পিউটারের যুগে আমাদের ছেলেমেয়েরা সেই গোল্লাছুট,দায়রা বান্দা, সাত চারা, দৌড়,কানামাছি, ডাং গুটি, ফুটবল ক্রিকেট খেলা, কিংবা সে ধরনের খেলাধুলা কি তারা তা জানে না, ছাত্র এবং যুবক ভাইয়েরা একটু ক্রিকেট কিংবা ফুটবল খেলবে তার জন্য নেই কোন মাঠ।সেই আলোকে খিলক্ষেত বাজার স্থিত দক্ষিণ পাশ এলিভেটর এক্সপ্রেস এর নিচে রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের এবং সরকারি জমিতে এলাকাবাসীর সকলের সহযোগিতায় একটি ইডেন পার্ক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে থাকবে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুল ফল এবং ঔষধী গাছ। থাকবে সাধারণ মানুষের হাঁটা চলার জন্য নির্ধারিত ওয়াক ওয়ে, থাকবে শিশুদের জন্য উন্মুক্ত খেলার স্থান থাকবে একটি খেলার মাঠ। স্থানীয়দের দাবি মনোবল শক্তি চাঙ্গা করতে চাইলে অবশ্যই নতুন প্রজন্মের জন্য মাঠ নির্মাণে বিকল্প নেই। স্থানেদের সাথে কথা বললে মতামত প্রকাশ করেন। আমরা সাধারণ জনগণ জলাধার ভরাট করে চাইনা কোন ফাইভ স্টার হোটেল। এই মুহূর্তে উক্ত এলাকায় একটি ইডেন পার্ক দরকার যেটা এখন সময়ের দাবি। আমরা জানি বর্তমান সরকার জনগণের মনের কথাকে মূল্যায়ন দিয়ে অবশ্যই পার্ক নির্মাণে আমাদের সহযোগিতা করবেন।খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহিনুর আলম মারফত
ওখিলক্ষেত বিএনপির আহবায়ক হাজী ফজলু হক,সি এম আনোয়ার, সৈকত, খাইরুল দেওয়ান, খোকন জানান সিনিয়ার নেতৃবৃন্দদেরকে নিয়ে এলাকাবাসীর স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে বলতে চাই খিলক্ষেত এলাকায় সরকারিভাবে আমরা একটি পার্কের ঘোষণা চাই। আইন মানুষের জন্য, মানুষ বাঁচলে আইন দেশ বাঁচবে। স্থানীয় ও সাধারণ মানুষের দাবি এলাকাবাসী দল-মত নির্বিশেষে খিলক্ষেত ভবিষ্যৎ জেনারেশন এর জন্য একটি পার্ক চাই।মানুষের মনোবল চাঙ্গা রাখতে চাইলে ইডেন পার্ক অত্যন্ত জরুরী। আনুষ্ঠানিকভাবে পার্কের কাজ শুরু করবেন। খিলক্ষেত এলাকার সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে খিলক্ষেত ইডেন পার্কের যাত্রা শুরু হবে। সরজমিনে গিয়ে নেতাদের সাথে কথা হলে দুঃখ প্রকাশ করে। কিন্তু দুঃখের বিষয় একটি কুচক্র মহল প্রভাবশালী নেতৃবৃন্দদের বিরুদ্ধে অপচয় লিপ্ত, মনগড়া মত সংবাদ প্রকাশ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। যা দুঃখজনক বেদনা জনক, এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জনান নেতৃবৃন্দরা। যাদের বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালানো হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দরা বলেন জনগণের স্বার্থে বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছে। থাকবেই দখলদারিত্ব নয়। চাঁদাবাজি নয়, জনস্বার্থে আমরা জনগণের পাশে থাকতে চাই
video ref :
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *