পাইকারি হারে পুলিশ কাউকে গ্রেফতার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত : মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
- Repoter 11
- 05 Dec, 2024
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন ও আইনভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।
মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন উল্লেখ করে বাহারুল আলম বলেন, পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নিরীহ তিনি বাদ যাবেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন, তা এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে আইজিপি বলেন, আদালতের রায় চূড়ান্ত।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *