:
শিরোনাম

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া ভাষণের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন।

top-news
https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

শনিবার (২ নভেম্বর) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।

ভিডিওটি শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনেরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।

https://www.facebook.com/watch/?v=1282022976133583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *