:
শিরোনাম

বিএনপি সরকার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। : তারেক রহমান

top-news
https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৫৯ জন নেতা কর্মশালায় অংশগ্রহণ করেন।

তারেক রহমান বলেন, কেউ যদি মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম, তারা মাঠে নেই বা মাঠে দুর্বল, আল্লাহর ওয়াস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকত বা থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, আগামী নির্বাচন তারচেয়েও কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করুন। এ ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, উপড়ে আসতে হয় তবে আমাদের ধৈর্য্যের পরিচয় দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের সুপারিশ বিএনপি গ্রহণ করবে কিনা: অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার জানতে চান- বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথমেই ছিল ‘সংবিধান সংস্কার কমিশন গঠন করা।’ তবে অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং সংবিধান সংস্কার কমিটি করেছে। সেই কমিটির সুপারিশ যদি বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হয় সেই ক্ষেত্রে কি করা হবে? বা এই সরকারের যে সুপারিশ; সেটা বিএনপি গ্রহণ করবে কিনা! করলেও কতটুকু করবে? এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘দেশ এবং দেশের মানুষের জন্যই বিএনপি ৩১ দফা দিয়েছে। প্রথমে যখন শুধু বিএনপির পক্ষ থেকে ছিল তখন ২৭ দফা; পরবর্তীতে যে দলগুলো ছিল সবার সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা দেওয়া হয়েছে। তাই মনে করি না, এর বাইরে কোনোকিছু আছে। এরপরও যদি বেটার কোনো দফা আসে; কোনো একটা দফার ক্ষেত্রে বেটার কোনো কিছু ঘটে এবং যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থে সামঞ্জস্যপূর্ণ আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *