:
শিরোনাম

নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

top-news
https://maannews.acnoo.com/public/frontend/img/header-adds/adds.jpg

নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার ক্লাং শহরে ১৫-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার সব ম্যাচই অনুষ্ঠিত হবে বায়ুয়েমাস ক্রিকেট ওভালে। 

ছয় দলের এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল (বাছাইপর্বের দল), পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‌‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল।

বাংলাদেশ দল আগামীকাল সকালে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে। ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর পরের দিনেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *