• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ , বিকাল ০৪:১৫
  • ১ কার্তিক, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

পদত্যাগের বিষয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
পদত্যাগের বিষয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ই-পেপার/প্রিন্ট ভিউ

পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমারও নজরে এসেছে। বাট পত্রিকায় কোন উৎস থেকে আসলে এটা বলা হয়েছে, সেটা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। এরকম যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে বলব। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে যতটুকু জানি হয় নাই।’

আওয়ামী লীগের রাজনীতি করা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না। যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। যেকোনো আন্দোলনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসর সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার কঠোর হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি দেরি করছে, তারা আরও সময় চাইছে।’

আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ‘জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।’


বাংলাদেশ

রাজনীতি

আরও পড়ুন