ই-পেপার/প্রিন্ট ভিউ
পটুয়াখালী প্রতিবেদকঃ
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করত মাসুদ পারভেজ।আন্দোলনে যোগদেয়া ছাত্রদের উস্কানি মূলক কথাবার্তার মধ্যদিয়ে বিরোধীতা শুরু করে মাসুদ পারভেজ। গত শনিবার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম।
এই ঘোষনার পর হতেই বে পরেয়া হয়েউঠে মাসুদ পারভেজ।আন্দোলন কারী ছাত্রদের অবস্থান ও পারিবারিক তথ্য সংগ্রহ করার কাজকরে মাসুদ পারভেজ।সে প্রকাশ্যে বলে বেড়ায় একবার আন্দোলন থামুক দেখে নিব সরকার পতনের পক্ষে কারা রাস্তায় ছিলা।মাসুদ পারভেজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরি করেন এমএলএম (পিওন)।
মাসুদ পারভেজ কে ফোন দেওয়া হলে সে গণমাধ্যমকে বক্তব্য দিতে রাজি নয়
তিনি দুমকী উপজেলা যুবলীগ নেতা ইউনুচ মৃধার ভাই। তার পিতা মোঃ ফকু মৃধা।ভাইয়ের জোড়ে চাকুরি নেয়া মাসুদ পারভেজ সব সময়ই বেপরোয়া কর্মক্ষেত্রে। আওয়ামীলীগ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন’র মামাত ফুপাত ভাই হওয়া উপরস্থ কর্মকর্তাদের আদৌ মূল্যায়ন করতনা।এলাকাবাসী জানায় মাসুদ পারভেজ সব সময় অহেতুক ভয় দেখাত।পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার বাণিজ্য ছিল তার কাজ। এলাকাবাসী জানায় তাকে প্রশাসন হাতে তুলে দেয়া হোক